Header Ads Widget

Responsive Advertisement

লিভার সিরোসিস: লিভার ক্যান্সার কেনও হয় ?

 কি...

লিভার সিরোসিস: লিভার ক্যান্সার কেনও হয় ?

লিভার সিরোসিস হলো এক ধরনের মদ্য পান ঘটিত রোগ ।লিভার সিরোসিসের ফলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। অনেক ক্ষেত্রেই লিভার সিরোসিসে আক্রান্ত রোগী লিভারের ক্যান্সারে আক্রান্ত হন। প্রাথমিক পর্যায়ে লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তির মধ্যে তেমন কোনও লক্ষণ দেখা যায় না। সমস্যা শুরু হয় যখন রোগটি মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়।  


কারণ...



লিভার সিরসিস দেখা যায় সেই সব লোকেদের ক্ষেত্রে যারা প্রতিনিয়ত মদ্য পান করে অর্থাৎ CHAIN DRUNKAR


তবে এটা ছোটো শিশু দের ক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি প্রকট আকার দেখা দেই। কারণ তাদের কোষ গুলো দ্রুত বৃদ্ধি পেতে Cancer সৃষ্টির কারণ আর যেটা মদ্য পানের কারণে হয়ে থাকে।


মহিলা দের ক্ষেত্রে কুফল...



               যদি কোনো মহিলা গর্ভাবস্থায় মদ্য পান কিংবা ধূমপান করে তবে তার শিশু বিকলাঙ্গ(Abnormal) হতে পারে এমন কি মৃত সন্তান ও প্রসব করতে পারে। 


কি ভাবে হয়...

এই VIDEO টি সম্পূর্ণ ভাবে দেখলে বুঝতে পারবে কিভাবে কি হয়।



প্রাথমিক পর্যায়ের লক্ষণ...

১) দুর্বলতা অনুভব করা,

২) সহজেই ক্লান্ত হয়ে পড়া,

৩) দাঁতের মাড়ি বা নাক থেকে রক্ত পড়া,

৪) পেটের ডান পাশে ব্যথা হওয়া,

৫) জ্বর জ্বর ভাব,

৬) ঘন ঘন পেট খারাপ হওয়া ইত্যাদি।


দ্বিতীয় পর্যায়ের লক্ষণ...

১) পায়ে-পেটে জল চলে আসা,

২) জন্ডিস হওয়া এবং রোগী জ্ঞানও হারাতে পারেন,

৩) রক্তবমি ও পায়খানার সঙ্গে রক্ত যাওয়া।


 তৃতীয় পর্যায়ের লক্ষন...

১) ফুসফুসে জল আসা,

২) কিডনি ফেইলিউর বা কিডনির কার্যক্ষমতা হারানো,

৩)লিভার পুরোপুরি কার্য ক্ষমতা হারিয়ে ফেলে।

৪) শরীরের যে কোনও জায়গা থেকে অতিরিক্ত এবং নিয়ন্ত্রণবিহীন রক্তপাত ইত্যাদি।


চিকিৎসা...

যদি প্রাথমিক পর্যায় এ চিকিৎসা করা হয় তবে সেটা সম্পূর্ণ ভাবে সুস্থ না হলেও তার খারাপ প্রাদুর্ভাব থেকে দূরে থাকা যায় ।

      কিন্তু যদি সেটা দ্বিতীয় বা তৃতীয় পর্যায় এ চিকিৎসা করা হয় তবে তার সুস্থ হওয়ার প্রবল্য টা খুবই কম। তখুন লিভার আর লিভার থাকে না চকলেট হয়ে যায় আর যাকে কাটলে মনে হয় সম্পূর্ণ কালো জ্যাম।




Post a Comment

0 Comments