কে দেবী শেঠি ?
দেবী শেঠি হল একজন বিখ্যাত হার্ট সার্জেন ।তার জন্ম হয় ০৮-০৫-১৯৫৩ ভারতের কর্ণাটক রাজ্যের মঙ্গালোর শহরে। তিনি একজন ভারতীয় চিকিৎসক, নারায়ণ স্বাস্থ্যের চেয়ারপারসন এবং প্রতিষ্ঠাতা ।
ছাত্রজীবন ...
স্কুলে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি যখন দশম শ্রেণিতে পড়তো, তখুন তিনি একজন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত সার্জন ক্রিশ্চিয়ান বার্নার্ডের কথা শুনেছিলেন। আর সেই সময়ে, তিনি হার্ট সার্জন হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ।
ডিগ্রি...
তিনি প্রথমে মেডিসিনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং জেনারেল সার্জারির ম্যাঙ্গালোরের কস্তুরবা মেডিকেল কলেজ থেকে স্নাতকোত্তর শেষে।
পেশা...
দেবী প্রসাদ শেঠি ভারতের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে একটি অত্যন্ত জনপ্রিয় নাম। তিনি একজন কার্ডিয়াক সার্জন,যিনি এখনও অবধি ১৫,০০০ টিরও বেশি হার্ট অপারেশন করেছেন ।
সম্মান...
১. ২০০৪ সালে তিনি পদ্মশ্রী ,চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরষ্কারে ভূষিত হন
২. ২০১২ সালে পদ্মভূষণ , সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ভারত সরকার তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার পেয়েছিল ।
লক্ষ...
দেবী শেট্টির লক্ষ্য ছিল তাঁর হাসপাতালগুলিতে খুব অল্প খরচে হৃদ রোগ সারানোর চেষ্টা করা হয় এবং সে সাফল্য ও পাই । তার হাসপাতাল এর নাম হলো Narayana Health.
0 Comments