কি...
চিকিৎসকেরা বলছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়।
সেটি রক্তনালীর লসিকা (কোষ-রস) ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার।
লক্ষণ...
• স্তনের বোঁটা দিয়ে অস্বাভাবিক রস বেরোয়
•স্তনে খুব ব্যাথা করে
• স্তনের বোঁটা ফুলে যায়
• স্তনের চামড়ার রং বা চেহারায় পরিবর্তন হয়
• স্তনে চাকা বা পিণ্ড দেখা দেয়
• স্তনের বোঁটার কোন ধরনের পরিবর্তন, যেমন ভেতরে ঢুকে গেলে, অসমান বা বাঁকা হয়ে গেলে ।
কারণ...
1.আমাদের জীবনাচরণে এবং খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে, সেটি একটি কারণ।
2.এছাড়া কারো পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকলে হতে পারে।
3.কারো যদি বারো বছরের আগে ঋতুস্রাব হয় এবং দেরিতে মেনোপজ বা ঋতু বন্ধ হয়, তারাও ঝুঁকিতে থাকে।
4.সেই সঙ্গে তেজস্ক্রিয় স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।"
5.দেরিতে সন্তান গ্রহণ,
6.আবার যাদের সন্তান নেই, বিশেষত অবিবাহিত মহিলা দের ক্ষেত্রে বেশি দেখা যায়।
7. সন্তানকে বুকের দুধ না খাওয়ানো,
8.খাদ্যাভ্যাসে শাকসবজি বা ফলমূলের চাইতে চর্বি ও প্রাণীজ আমিষ বেশি থাকলে এবং প্রসেসড ফুড বেশি খেলে,
9.অতিরিক্ত ওজন যাদের তাদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে।
10.অতিরিক্ত অ্যালকোহল, তামাক সেবন অন্যান্য শারীরিক সমস্যার সঙ্গে ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়।
11.এছাড়া দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছেন বা হরমোনের ইনজেকশন নিচ্ছেন, তারাও ঝুঁকির মধ্যে রয়েছেন।
সমীক্ষা...
২০১৯ সালের সমীক্ষা বলছে, ভারতের বিভিন্ন শহরে এই মুহূর্তে সবথেকে 'কমন' ক্যান্সার হল স্তন ক্যান্সার। ভারতের প্রত্যন্ত এলাকায়ও এর প্রকোপ কিছু কম নয়। পরিসংখ্যান বলছে, প্রতি ৪ মিনিটে ভারতে একজন করে মহিলা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করান। এ-দেশে প্রতি ১৩ মিনিটে একজন করে মহিলার স্তন ক্যান্সারে মৃত্যু হয়।
সমীক্ষা বলছে (ক্যানসার ইন্ডিয়া ডট ওআরজি ডটইন এর রিপোর্ট) শুধু ২০১৮ সালেই ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৪৬৮জন মহিলা। মৃতের সংখ্যা ৮৭ হাজারের বেশি।
চিকিৎসা...
0 Comments