Header Ads Widget

Responsive Advertisement

অনলাইন for Medical Students

 যদি তুমি Medical Releted কোনো কিছু জানতে চাও তবে এই content টি তোমার জন্যে।

অনলাইন for Medical Students

প্রথমেই বলি , Medical এর সমস্ত কিছু অর্থাৎ সকল জিনিস একটা বই এ পাওয়া যায়না আর যদিও পাওয়া যায় তবে খুব অল্প পরিমাণে।সেই Data নিয়ে না তোমার মন ভরবে, না কোনোকিছু ভালো ভাবে জানতে পারবে। তাই অনেক সময় Online এর সাহায্য নেওয়া হয়।

     এবার তুমি হয়তো ভাবছো আমি এতো Dialogue কেনো মারছি। ভাই সত্যি বলতে কি আমি কোনো Dialogue মারছি না।

     দেখো তবে ,আমি তোমার Life Change করতে চলে এই content এ।

  

Medical এর জন্যে অনেক Website আছে তাতে তুমি অনেক Data পেয়ে যাবে।

    এখন তুমি ভাবছো WIKIPEDIA , হা ভাই সেটা তো আছেই, সেটা বাদেও অনেক গুলা Website আছে, যেটা হয়তো তোমার কাছে অজানা

চলো দেখি তবে...

        ( বি: দ্র-website নামে বা Picture এ click করলেই পৌঁছে যাবে )


|| WIKIPEDIA ||

 এক মস্ত বড় platform যেখানে তুমি নানান তথ্য পেয়ে যাবে কিন্তূ বিস্তারিত ভাবে তুমি সেখানে কোনো Diagram Analysis থাকে না। 
                       Click 👇

                

|| HEALIO ||

এটা একটা Free Website যেখানে তুমি Cardiology, Histology, Embryology, অনেক বিষয় সমন্ধে বিস্তারিত দেওয়া আছে।        Click 👇

               

|| MAYO CLINIC ||

এই Website এ তুমি নানান রোগের Treatment কিভাবে করবে তার তথ্য আর Video দেওয়ার আছে।

                         Click 👇

|| RADIOPAEDIA ||

এখানে নানান Bone এর X-Ray ছবি দেওয়া আছে এবং সম্পূর্ণ ভাবে তার বিশ্লেষণ করা রয়েছে।

                         Click 👇


||PICNOMICS||

এটা এমন একটা Website যাতে পুরো Medical Science এর Tricks gula দেওয়া আছে ,যাতে কোনো কিছু সহজেই মনে রাখা যায়।   Click 👇


|| EASY AUSCULTATION ||

এই Website থেকে শিখতে পারবে কিভাবে Heart Sounds এবং Lung Sounds শুনে কিভাবে নানান রোগের চিকিৎসা করবে। 

                          Click 👇


তবে এ ছাড়াও অনেক Website আছে যারা নানান Medical Research paper প্রকাশিত করে 

ONLINE JOURNAL


1.PubMed Central

2.UKPMC

3.Medscape

4.Epocrates

5.ICMR


এ ছাড়াও অনেক App আছে যার সাহায্যে পুরো Anatomy কে মাথায় করে নিতে পারবে।

আর সেগুলো PLAYSTORE রয়েছে।

|| App ||

Click 👇Any one to open App

1.3D Atlas


2.Medical Flash Note

 

3.MediMagic


4.Internal Organ in 3D


 Online এ কিছু Free Book পাওয়া যায় ।

1.Free Book Centre

                     Click 👇


2.Statpearls

                       Click 👇



 


Post a Comment

0 Comments